ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আইসিইউতে ভর্তি খুলনা সিটির মেয়র খালেক

আইসিইউতে ভর্তি খুলনা সিটির মেয়র খালেক

কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১০:৪৫ | আপডেট: ০৭ মে ২০২২ | ১০:৪৭

শনিবার (৭ মে) বেলা ১১টায় তাকে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মেয়রের স্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার জানান, সিটি মেয়রের ইউরিন ইনফেকশন বেড়ে যাওয়ায় ডায়াবেটিসও বেড়ে গেছে। সেই সঙ্গে অস্বাভাবিক জ্বর ছিল। হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে উঠানোর পর খিচুনি শুরু হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, ডাক্তারের কাছে চেকআপে যাবে বলে সকাল থেকে ইনসুলিন নেয়নি এবং কোনো কিছু খায়নি। হাসপাতালে ভর্তির পর জ্বর ও ডায়াবেটিস কমে আসছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থা আইসিইউতে রাখার মতো না হলেও জনগণ ঠেকানোর জন্য আইসিইউতে রাখা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ব্রিজ ভেঙে আহত ২

হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মোর্শেদ জানান, সিটি মেয়রের ডায়াবেটিস বেশি রয়েছে, একই সঙ্গে তার ইউরিনে সমস্যা রয়েছে। এ কারণে তার অনেক জ্বর হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তারপরও তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। যাতে করে লোক সমাগম কম হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা যায়।

এদিকে হাসপাতালে থাকা তার স্বজনরা জানান, যদি সিটি মেয়রকে ঢাকায় পাঠানোর প্রয়োজন হয়, এজন্য আগে থেকে আবু নাসের হাসপাতালে একটি হেলিকপ্টার এনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×