ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শাসনতন্ত্রের কঠোর প্রয়োগে দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা সম্ভব: ইনু

শাসনতন্ত্রের কঠোর প্রয়োগে দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা সম্ভব: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১০:০১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

শনিবার (৭ মে) কুষ্টিয়া মিরপুরে জাসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এ কথা বলেন। 

জাসদ সভাপতি আরও বলেন, আমরা বুঝি যে সরবরাহে সমস্যা থাকে, কিন্তু সকালে এক দাম, বিকেলে আরেক দাম দুর্নীতির সিন্ডিকেটের কারসাজি। জিনিসের দাম বাড়ে এক টাকা, দুই টাকা, তিন টাকা করে কিন্তু দশ-বিশ টাকা, ত্রিশ-চল্লিশ টাকা, একশ-দুইশ টাকার হের ফের এটা তো মেনে নেয়া যায় না। এখানেই দুর্নীতির সিন্ডিকেট কাজ করছে। এই দুর্নীতির বাজার সিন্ডিকেট দমন করতে হলে শুধু কথায় চিড়া ভিজবে না। শাসনতন্ত্রের কঠোর প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। 

আরও পড়ুন: বড়াইগ্রামে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭, আহত ৩০

হাসানুল হক ইনু বলেন, বিএনপির বেশিরভাগ নেতাই আগুন সন্ত্রাস, জঙ্গি, চক্রান্ত, ষড়যন্ত্র, বোমা নিক্ষেপের সঙ্গে জড়িত। তাদের নেতা তারেক জিয়া মানুষ হত্যার সঙ্গে জড়িত। দুর্নীতির সঙ্গে জড়িত বিরোধী দল এখন। এই অপরাধীদের দমন মানেই বিরোধীদল দমন না। অপরাধীদের দমন মানেই বিএনপি দমন না। কিন্তু আপনারা প্রশ্ন করেছেন সেখানে আমার পরিষ্কার কথা আমরা অপরাধী দমন করছি বিএনপি দমন করছি না। আমরা অপরাধী দমন করছি আমরা রাজনীতি দমন করছি না রাজনীতি রাজনীতির গতিতেই চলবে। অপরাধীদের কারাগারেই থাকতে হবে। 

সম্পর্কিত

আরও পড়ুন

×