ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

নৌ-ডাকাতের দুই দলের সংঘর্ষে সর্দার মিজি নিহত 

নৌ-ডাকাতের দুই দলের সংঘর্ষে সর্দার মিজি নিহত 

ঘটনাস্থল পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১৮:৫০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৫ মে) মুন্সিগঞ্জের নৌ-ডাকাত সর্দার তার অনুসারীদের নিয়ে ষাটনল এলাকায় আনন্দ উৎসবের আয়োজন করে। রাতে সেখানে হানা দেয় তাদের প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল খালাসী বাবলা ও তার দল।

এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে ডাকাত সর্দার উজ্জ্বল মিজি আহত হয়। পরে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত সর্দার উজ্জ্বল মিজি মারা যায়।

জানা যায়, দুই দল ডাকাতের বাড়িই মুন্সিগঞ্জ জেলায়। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতিসহ নানা অপরাধে জড়িত।

আরও পড়ুন: বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: কৃষিমন্ত্রী

এদিকে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত উজ্জ্বল মিজিকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

অন্যদিকে নৌপুলিশ, চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ ঘটনার পর মেঘনা নদীতে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।

সম্পর্কিত

আরও পড়ুন

×