ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন কাদের

তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

স্টাফ রির্পোটার, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৭:৩৭ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৮:২৩

তিনি বলেন, করোনা সংকট ও ইউক্রেনে সাম্প্রতিক যুদ্ধের কারণে সারাবিশ্বেই আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বেশি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শিতা ও ধৈর্য্যের সঙ্গে দেশের সব ধরণের সঙ্কট মোকাবিলা করেছেন।

আরও পড়ুন: মহিলা এমপি’র স্বজনদের সঙ্গে টোল আদায়কারীদের তুমুল মারামারি

শুক্রবার (৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছয় লেনের উন্নয়ন কাজের পরিস্থিতি পর্যবেক্ষণে এসে মন্ত্রী এ কথা জানান।

সারাদেশে সড়কপথে উন্নয়ন ও সরকারের নানা প্রচেষ্টার কারণে এবার মানুষের ঈদযাত্রা নিরাপদ এবং স্বস্তির হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

ঈদযাত্রা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মানুষের আনন্দ দেখে বিএনপির কষ্ট হয়, তাই তারা স্বস্তির ঈদযাত্রা নিয়েও সমালোচনা করে।

সম্পর্কিত

আরও পড়ুন

×