ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে খুন

আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে খুন

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৬:৫৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. ইউছুফ (৩২) ওই গ্রামের শরীয়ত উল্যার ছেলে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাড়িতে জায়গা নিয়ে সৌদি প্রবাসী ইউসুফের পরিবারের সঙ্গে চাচাতো ভাই সোহেল ও রুবেলের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবী সঙ্গে ইউসুফের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউসুফকে মারধর করে এবং ছুরিকাঘাত করে সোহেল ও রুবেল। গুরুত্বর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: নিরপেক্ষ সরকার নয়, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন: কাদের

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী বলেন, প্রাথমিক ভাবে জানা যায় বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানায়,এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×