ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঘর দেওয়ার প্রলোভনে গৃহবধূকে যৌন হয়রানি

ঘর দেওয়ার প্রলোভনে গৃহবধূকে যৌন হয়রানি

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৩:৪৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ০৬:০৫

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রেলের টিকিট কালোবাজারি, ডিবির অভিযানে আটক ২

যৌন হয়রানীর শিকার ওই গৃহবধূ চ্যানেল 24 অনলাইনকে জানান, তার স্বামী একজন ভ্যানচালক। তাদের কোনও জমি নেই। বন বিভাগের জমিতে তারা একটি ঘর করে থাকতেন। কিছুদিন আগে বন বিভাগ তাদের সেই ঘরটি ভেঙে দেয়। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসেন। তাদের সমস্যার কথা জানতে পেরে উপজেলা পরিষদের নৈশ প্রহরী বেলাল হোসেন তাদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সখ্যতা গড়ে তোলেন । ঈদের দিন বিকেলে ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলাল সেখানে যান। এসময় ওই গৃহবধূকে জাপটে ধরে যৌন হয়রানী করেন। ওই গৃহবধূ চিৎকার দিলে বেলাল পালিয়ে যান। 

ওই গৃহবধূর স্বামী জানান, তার ঈদের দিন সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বেলালের বিরুদ্ধে ইতোপূর্বের এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। বেলালের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×