ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

হবিগঞ্জ জেলা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৯:৪৩ | আপডেট: ০৫ মে ২০২২ | ১৪:৪৩

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধান না কাটায় শ্রমিককে জবাই করে হত্যার অভিযোগ 

পুলিশ জানায়, ছান্দের সর্দার নির্ধারণ নিয়ে বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও ছান্দ সর্দার এডভোকেট নজরুল ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এদিকে নজরুল ইসলামে লোকজনের দাবি-ইউপি চেয়ারম্যান ধন মিয়া নিজে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়েন। এতে তাদের অন্তত ৩ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় বন্দুক হাতে ধন মিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×