ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৮:২৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বুধবার (৪ মে) রাতে  সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ঈশ্বরদীতে সড়ক ঝরলো দুই প্রাণ

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পূর্ব হকতুল্লাহ গ্রামে বশার তালুকদারের চাচা আনছার তালুকদার জমি বিক্রি করেন মজিবর তালুকদারের কাছে। বিক্রিত জমির দখল নিয়া জমি ক্রয়দাতা ও ওয়ারিশগণের মধ্যে বিবাদ ছিল। স্থানীয়ভাবে তারা আপস-মীমাংসা করে জমি ক্রয়দাতাকে অন্য দাগ থেকে জমি ভোগ করবে বলে সিদ্ধান্ত হয়। গতকাল বিকেল ৫টায় বিরোধীয় জমিতে নিহত বশার তালুকদার (৩০) ডাল তুলতে গেলে মজিবুর রহমান তালুকদার তাকে (বশার) মারধর ও গলা হাত দিয়ে চিপিয়া ধরে বলে পরিবারে পক্ষ থেকে জানানো হয়। রাতে বাশার তালুকদারকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন

×