ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈশ্বরদীতে সড়ক ঝরলো দুই প্রাণ

ঈশ্বরদীতে সড়ক ঝরলো দুই প্রাণ

সড়ক দুর্ঘটনা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৪:৪০ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৬:৪০

বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের 'চাদআলীর মোড়' নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।    
নিহত মোটরসাইকেল চালক মেহেদি হাসান (২০) ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চর-মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে। নিহত ট্রাক হেলপারের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ওই ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল  জানান, ঘটনার সময় তরমুজবোঝাই ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেল ছিটকে রাস্তার ওপর পরে গিয়ে নিহত হন মেহেদী। একইসঙ্গে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকের হেলপার নিহত হন। এ সময় ট্রাকে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, দুই মরদেহ উদ্ধারের পর সুরতাহাল করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।


 

আরও পড়ুন

×