ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বন্দরে রাস্তা দখল করে দেয়াল নির্মাণ: প্রতিবাদে হাজারো নারী-পুরুষ

বন্দরে রাস্তা দখল করে দেয়াল নির্মাণ: প্রতিবাদে হাজারো নারী-পুরুষ

মানববন্ধন

স্টাফ রির্পোটার, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১১:৪৮ | আপডেট: ০৪ মে ২০২২ | ১১:৫৩

মানববন্ধনে এলাকাবাসী জানান, মুসাপুর ইউনিয়নের দৌলতপুর, পিছকামতাল, বালিগাঁও, বাজুরবাগ, বাড়পাড়া, বাঙ্গালবাড়ি ও নগরসহ দশ-বারোটি গ্রামের প্রায় পনের হাজার মানুষ এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন। সবার চলাচলের সুবিধার জন্য ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে ২০১৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট প্রকল্পের অধিনে রাস্তাটির মধ্যবর্তী স্থানে পঁচিশ লাখ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্যের একটি ছোট সেতু নির্মাণ করে দেন স্থানীয় সংসদ সদস্য। পাশাপাশি রাস্তাটিও প্রশস্তকরণসহ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত এক মাস আগে স্থানীয় পেপার মিল এ রাস্তাটি দখল করে প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের একটি দেয়াল নির্মাণ করে। ফলে প্রশস্ত রাস্তাটি অত্যন্ত সরু হয়ে যাওয়ায় মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।

এলাকাবাসী আরও জানান, এ রাস্তা দিয়ে রিকশা, সিএনজি ও এ্যাম্বুলেন্সসহ কোন ধরণের যানবাহন প্রবেশ করতে না পারায় অসুস্থ রোগিদের যথাসময়ে হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত দেয়ালটি ভেঙে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

সম্পর্কিত

আরও পড়ুন

×