ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী (ভিডিও)

অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী (ভিডিও)

অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী

আল ইমরান শোভন

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০৫:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন মেঘনার উপনদী ডাকাতিয়া। যার দৈর্ঘ্য ১৪১ কিলোমিটার ও গড় প্রস্থ ৬৭ মিটার। কাল পরিক্রমায় মেঘনার প্রবেশ মুখে চাঁদপুরের পুরান বাজার ও নতুন বাজার এলাকায় ভূমিদস্যুদের দাপটে সরু হয়ে গেছে প্রমত্তা ডাকাতিয়া।

আরও পড়ুন: গৃহহীনদের ঘর দিতে সাড়ে ৫ হাজার একর জমি উদ্ধার (ভিডিও)

ভূমিদস্যুদের দখলদারিত্বের কারণে দিন দিন ছোট হয়ে আসছে প্রমত্তা নদীটি। সবচেয়ে বেশি দখলদার দেখা গেছে চাঁদপুরের নদীবন্দর এলাকায়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডাকাতিয়ার হারানো যৌবন ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।

নতুন জরিপ করে ডাকাতিয়া নদী দখলদারমুক্ত করার আশ্বাস প্রশাসনের।

চাঁদপুর বিআইডব্লিউটি’র উপ-পরিচালক এ কে এম কায়সারুল ইসলাম বলেন, ডাকাতিয়া নদীর তীরে এবং নদীর জায়গায় যেসব অবৈধ জায়গা রয়েছে সেসব চিহ্নিত করে তালিকা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।      

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, যৌথ তদন্ত করে নদীর অবৈধ দখল এবং নদীর সীমানা নির্ধারণ করা হবে। এরপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।    

জাতীয় নদী রক্ষা কমিশনের ২০১৯ সালের হালনাগাদ তথ্য মতে, ডাকাতিয়া নদী ও খাল ঘিরে অবৈধ স্থাপনা রয়েছে ৫৩৬টি।

আরও পড়ুন

×