ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বরিশালে অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নং সতর্কতা জারি

বরিশালে অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নং সতর্কতা জারি

ভিডিও থেকে নেয়া ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৭:২৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা ১ মিনিটে বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যায়। সোয়া ১০টার দিকে সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়া আঘাত হানে। এতে অনেক স্থানে ঈদের দ্বিতীয় জামাত ব্যাহত হয়। তবে গত এক মাস অসহ্য গরমের পর এই বৃষ্টিকে আর্শীবাদ হিসেবে দেখছেন মুসল্লিরা।

এদিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে অনেক স্থানে কাঁচা ঘরবাড়ি, গাছপালাসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবারও এই বৈরী আবহওয়া অব্যাহত থাকতে পারে বলে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজ দুপুরে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ ভাগের উপরে। বৈরী আবহওয়ার কারণে অভ্যন্তরীণ নদী বন্দরে জারি করা হয়েছে ২ নং সতর্কতা সংকেত।

ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি তদারকি করতে কন্ট্রোল রুম চালুসহ পুরো পরিস্থিতি মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক।

আরও পড়ুন

×