ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

নির্মল প্রকৃতি আর অকৃত্রিম সৌন্দর্যের দেখা মিলবে ধুপপানি ঝর্ণায় (ভিডিও)

নির্মল প্রকৃতি আর অকৃত্রিম সৌন্দর্যের দেখা মিলবে ধুপপানি ঝর্ণায় (ভিডিও)

ধুপপানি ঝর্ণা

চ্যানেল24 ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৬:৫৬ | আপডেট: ০৩ মে ২০২২ | ১০:৩১

রাঙামাটির বিলাইছড়ি থেকে রওনা করে মেঘ-জলের মিতালির মাঝেই চলে ট্রলার যাত্রা শেষটা উলুছড়িতে। এরপর টানা হাটা। কিছুটা সমতল, অনেকটাই খাড়া।

আরও পড়ুন: বজ্রপাতে টাঙ্গাইলের কালিহাতীতে ৩ জনের মৃত্যু

স্থানীয়দের বৈচিত্রপূর্ণ জীবনধারা আর অপূর্ব প্রাণ-প্রকৃতি দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা পর ধুপপানি ঝর্ণার দেখা পাওয়া যাবে। স্থানীয়দের ভাষায় ধুপ অর্থ সাদা। জনশ্রুতি আছে ঝরণার ঠিক ওপরেই আছে ধ্যানরত এক সাধু।

এডভেঞ্চার প্রিয়দের কাছে সবসময়ই এক আরাধ্য গন্তব্য পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এ ধুপপানি ঝর্ণা।

 

আরও পড়ুন

×