ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে কোথায় কখন ঈদ জামাত

চট্টগ্রামে কোথায় কখন ঈদ জামাত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৪:৫৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বন্দরনগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। মঙ্গলবার সকাল আটটায় হবে প্রথম জামাত। এরপর নয়টায় রয়েছে দ্বিতীয় জামাত। মুসল্লিদের উপস্থিতি সাপেক্ষে এখানে তৃতীয় জামাতের প্রস্তুতিও থাকবে। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এখানে প্রতিবছর ঈদের জামাত হয়। 

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, এবার আশা করছি এক লাখের মতো মানুষ ঈদের নামাজ আদায় করবেন এই ময়দানে।

জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী, এমপি, মেয়র, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ঈদের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে। সকাল নয়টায় এখানে জামাত হবে। জেলা প্রশাসন এই ঈদ জামাতের ব্যবস্থাপনা করছে। যদিও গেল দুবছর করোনার কারণে এখানে ঈদ জামাত হয়নি।

এছাড়া, আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ, লালদিঘী জামে মসজিদেও ঈদের জামাত হওয়ার কথা সকাল আটটায়। বায়েজিদ আরেফিন নগর ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে একই সময়ে। একই সময়ে ঈদের জামাত হবে চকবাজার জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, ষোলশহর হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদে।

নগরের প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদরাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ, হযরত শাহ সুফী আমানত খাঁন (র.) দরগাহ মসজিদ মাঠ, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, হাজী নজু মিয়া সওদাগর জুমা মসজিদ, খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদরাসা, আল আমিন বাড়িয়া মাদরাসা ঈদগাহ্ ময়দান, বন্দর স্টেডিয়াম ময়দান, বোলোয়ার খান জামে মসজিদ, মেহেদীবাদ সিডিএ কলোনি জুমা মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ান হাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান, নাছিরাবাদ বয়েজ হাই স্কুল ময়দান, বায়তুল মামুর জামে মসজিদ, আলকরণ মহল্লা, মোহরা কাদেরীয়া ঈদগাহ ময়দান, হযরত মোল্লা মিসকিন শাহ (র.) মসজিদ ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়া খান নগর মাদরাসা এ মোজাহারুল উলুম, কামাল-ই-ইসকে মুস্তফা (দ.) কমপ্লেক্স জামে মসজিদ, চিটাগাং জুট ম্যানুফেকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি জামে মসজিদ ময়দান, জসিম উদ্দিন মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদরাসা ময়দান, খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ (বিপ্লব উদ্যানের বিপরীতে) পশ্চিমে, মসজিদে গাউছুল আযম জিলানী (র.) মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাই স্কুল ময়দান, বক্সিরহাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পীর বদর (র.) আউলিয়া জামে মসজিদ, বক্সিরহাট মহল্লা, মাইঝ্যা বিবি শাহী জামে মসজিদ, মাদ্রাসা নুরীয়া ঈদগাহ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতল জুমা মসজিদ, ওমরগণি এমইএস কলেজ ময়দান, বাংলাদেশ ইসলাম একাডেমি, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ, মসজিদে বায়তুছ সালামে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সাদা পোশাকেও টিম মোতায়েন থাকবে মসজিদ ও ঈদগায়। তবে নামাজে যাওয়ার সময় ছাতা ও জায়নামাজ ছাড়া আর কোনও কিছু বহন না করার পরামর্শ দিয়েছে পুলিশ।
 

আরও পড়ুন

×