ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

এবারের ঈদের চাঁদ (ভিডিও)

এবারের ঈদের চাঁদ (ভিডিও)

এবারের ঈদের চাঁদ

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৪:৩৬ | আপডেট: ০২ মে ২০২২ | ১৪:৩৮

কুড়িগ্রামে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর পরই সবাই প্রস্তুত হচ্ছে ঈদ উদযাপনের জন্য। তবে এরই মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ সোমবার (২ মে) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া এবং পাইকডাঙ্গা গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই দুগ্রামের ৫০টির মতো পরিবারের দুই শতাধিক মানুষ স্ব-স্ব গ্রামের মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

ঈদকে ঘিরে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে ঈদের নামাজের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবার জেলা শহরে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ৩টি প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এজন্য পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগে মাঠ পরিষ্কার, সামিয়ানা টানানো, গেট তৈরি, মেহরাব চুনকাম, জাতীয় পতাকা ও পবিত্র কালিমা, ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে মাঠ সাজানোর কাজ এখন শেষ পর্যায়ে।

আরও পড়ুন

×