ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ধরলা সেতুর কাছে মিললো কাঁচামাল ব্যবসায়ীর লাশ

ধরলা সেতুর কাছে মিললো কাঁচামাল ব্যবসায়ীর লাশ

মরদেহ উদ্ধার

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১১:১১ | আপডেট: ০২ মে ২০২২ | ১১:২৩

সোমবার (২ মে) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। 

এরপরে ওই যুবকের পরিচয় মেলে। তার নাম জিয়াউল ইসলাম। বাড়ি জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধাবারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে। তার বাবা মৃত বাহাদুর মণ্ডল। 

জিয়াউলের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সহজ-সরল জিয়াউলের মাঝে মাঝে মানসিক সমস্যা হতো। গত রোববার সকালে সঙ্গে মুঠোফোন না নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও বাড়িতে না ফিরলে স্বজনরা তার নিখোঁজের বিষয়ে মাইকিং করেন। 

এদিকে সোমবার দুপুরে ধরলার তীর রক্ষা বাঁধের পাশে মরদেহটি দেখতে পায় পথচারীরা। পরে সেখানকার ব্যবসায়ীরা জানতে পেয়ে পুলিশে খবর দেয়। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মরদেহে দুই স্থানে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তবে পরে গিয়েও সেটা হতে পারে। ময়নাতদন্ত শেষে বলা যাবে।

আরও পড়ুন

×