ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

এবার মাঝ পদ্মায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা

এবার মাঝ পদ্মায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা

বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২২ | ০৬:১৯ | আপডেট: ০২ মে ২০২২ | ০৬:২৪

পদ্মা সেতুর কাছে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই ফেরিতে থাকা একটি লাশবাহী এম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে।

আরও পড়ুন: হাওরে নেই ঈদ আনন্দ, ছেলে-মেয়েদের জন্য কেনা হয়নি নতুন পোশাক (ভিডিও)

 

যাত্রীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই পদ্মার সেতুর পাশে নদীর মাঝখানে থাকা বিদুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাইরে বৃষ্টি হচ্ছিলো। ফেরি কর্তৃপক্ষ কোন লাইট জ্বালাইনি। 

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার-মাঝিকান্দি ঘাটের ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, ফেরিটিতে ঝড়ের কারণে বিদুতের খুঁটির সঙ্গে লেগে গেছে। ফেরিটি নিরাপদে আছে। ফেরির একটু ক্ষতি হয়েছে। তবে কোন যাত্রী হতাহত হয়নি। মেরিন কর্মকর্তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন।

সম্পর্কিত

আরও পড়ুন

×