ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শতাধিক যাত্রী নিয়ে ডুবলো ইঞ্জিনচালিত নৌকা

শতাধিক যাত্রী নিয়ে ডুবলো ইঞ্জিনচালিত নৌকা

শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাডুবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১২:১৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

রোববার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নথখোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঝড় বৃষ্টিতে কাটতে পারে এবারের ঈদ

স্থানীয়রা জানান, নৌ-পথে গাজীপুর থেকে গার্মেন্টসকর্মীসহ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয় চারটি ইঞ্জিনচালিত নৌকা। এর মধ্যে তিনটি নৌকা জেলার বাসাইল উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করে। এ সময় পেছনে থাকা অপর নৌকাটি পরিত্যক্ত পিলারের ওপর দিয়ে যাওয়ায় সময় তলা ফেটে যায়। পরে যাত্রীরা দ্রুত সাঁতরিয়ে পাড়ে ওঠার চেষ্টা করেন। স্থানীয়রা এগিয়ে এসে শিশুসহ শতাধিক ব্যক্তিকে উদ্ধার করেন।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তিনি বলেন, শতাধিক যাত্রী ছিল  নৌকাটিতে। তাদের মধ্যে অনেকেই পোশাককর্মী ছিলেন। কেউ নিখোঁজের দাবি করেননি।’

নৌকাডুবির ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানান বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত

আরও পড়ুন

×