ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের বুকে টেনে নিয়েছেন শেখ হাসিনা: পলক

মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের বুকে টেনে নিয়েছেন শেখ হাসিনা: পলক

বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১১:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

রোববার (১ মে) বেলা ১১টায় সিংড়া পৌরসভার আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ১৭৫ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তারা আর সমাজের বোঝা নয়। সিংড়ায় প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করা এবং তারা যাতে আইসিটিতে দক্ষ হয় সে জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: বেতন-ঈদ বোনাস না পেয়ে কারখানায় রাতযাপন, বিস্কুট-পানি দিয়ে ইফতার

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে তিনজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সম্পর্কিত

আরও পড়ুন

×