ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ইফতার করে ফেরার সময় নৌকাডুবিতে কলেজছাত্র নিখোঁজ

ইফতার করে ফেরার সময় নৌকাডুবিতে কলেজছাত্র নিখোঁজ

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১০:০৩ | আপডেট: ০১ মে ২০২২ | ১১:২৫

কাঠালিয়া থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. মুরাদ আলী জানান, শনিবার ইফতারের পরে সাত বন্ধু মিলে বিষখালী নদীতে নৌকা ভ্রমণে বের হন মো. রিফাত বিন আলিফ (১৮)। সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও রিফাত সাঁতরিয়ে উঠতে পারেনি। সে নিখোঁজ রয়েছে। রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদার ছেলে। সে বরিশাল বিএম কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

সাঁতরিয়ে উপরে উঠা অন্যরা হলেন মো. রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তম্মময় মন্ডল ও ফেরদৌস। তারা সবাই বিভিন্ন কলেজের ছাত্র এবং একে অপরের বন্ধু।

এ ঘটনার পর কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এখনও আমরা নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করতে পারিনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্বজন ও স্থানীয়রা জানায়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকেলে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রিফাত নিখোঁজ হন।

আরও পড়ুন

×