ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৪ দিন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৪ দিন

সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২২ | ০৮:৩১ | আপডেট: ০১ মে ২০২২ | ০৮:৫৯

আগামী ৫ মে থেকে আবার বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকবে বন্দর কাস্টমস।

আরও পড়ুন: নারীসহ ৪ জনকে কান ধরে উঠবস করালেন ইউপি চেয়ারম্যান

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু এবং সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ভারতের মোহদীপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তাদেরকে ছুটির বিষয়ে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে করোনার কারণে ইমিগ্রেশন বন্ধ থাকায় যাত্রী পারাপার এখনও বন্ধ রয়েছে। 

সম্পর্কিত

আরও পড়ুন

×