ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক চলছে

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক চলছে

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১২:৫৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

শনিবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার পরে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসা দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

বৈঠকে আগামী জাতীয় সম্মেলন ও সংসদ নির্বাচনকেন্দ্রিক দিকনির্দেশনা নির্ধারণ করা হবে বলে ধারণা করছেন নেতাকর্মীরা। নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, জাতীয় নির্বাচন। এছাড়া দলের জাতীয় সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকীও রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। জাতীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ, সাংগঠনিক সম্পাদকেরা তাঁদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করবেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দলীয় কোন্দল এবং তার সমাধান নিয়েও বৈঠকে কথা বলবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন জেলা শাখার নেতাদের অব্যাহতি ও বহিষ্কারের সুপারিশের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আমাদের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা রয়েছে, এছাড়া দেশের সর্বশেষ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির যে সংকট যাচ্ছে, যুদ্ধ এবং অন্যান্য কারণে সে বিষয়েও আলোচনা হতে পারে।

সম্পর্কিত

আরও পড়ুন

×