ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

'সব চোরেরা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে নিয়েছে'

'সব চোরেরা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে নিয়েছে'

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১১:৫৮ | আপডেট: ০৫ মে ২০২২ | ১২:০৩

আরও পড়ুন: রুবেলকে ছাড়া প্রথম ঈদে স্ত্রী চৈতির আবেগঘন স্ট্যাটাস 

বুধবার (৪ মে) গণমাধ্যমকে রানাতুঙ্গা বলেছেন, ২০১৫ সালের পর যারা ক্রিকেট চালাচ্ছে, তারা সব এলোমেলো করে ফেলেছে। এখন পুরো ব্যাপারটাই অর্থের লেনদেনের ওপর চলছে। ক্রিকেট বোর্ডের নির্বাচনের সময় এলে দেখবেন ১৪৩-১৪৪ জন ভোটার। এ মুহূর্তে আমাদের একজন ভালো ক্রীড়ামন্ত্রী দরকার, যিনি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। পুরো বিষয়টা গোছাতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে শ্রীলংকায় সব চোরেরা ক্রিকেট বোর্ডের পদগুলো দখল করে নিয়েছে।

রানাতুঙ্গা আরও বলেন,সরকারের চেয়েও দুর্নীতিপরায়ণ হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট চলছে অব্যবস্থাপনার মধ্য দিয়ে, চরম অপেশাদারিভাবে। সেই কারণে দেশের ক্রিকেটে এত সংকট। ক্রিকেটের অবস্থা এত খারাপ। দেশের সবচেয়ে দুর্নীতিপরায়ণ সংস্থা হচ্ছে ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক মনে করেন, বোর্ডে ক্রিকেট চালানোর জন্য কোনো পেশাদার ব্যক্তি নেই। শ্রীলঙ্কা যথেষ্ট ভালো ক্রিকেটার তৈরি করে। কিন্তু ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনার কারণে প্রতিভা ধরে রাখতে পারছেনা। এটা একটা বড় সমস্যা। 

আরও পড়ুন

×