ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

একবিংশ শতকেও ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি

একবিংশ শতকেও ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি

ছবি: সংগৃহীত

আশ্বাস চৌধুরী

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৪:২১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

টেলিস্কোপ ছিল না, তাই মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ দেখাও ছিল দুরূহ ব্যাপার।

এরপর উটের পিঠে চড়ে গ্রামের পর গ্রাম পাড়ি দিতে হতো বার্তাবাহককে। তবে দূরত্বের কারণে সব জায়গায় পৌঁছানো সম্ভব হতো না। গ্রীষ্মকালে মরুর বুকে তা আরও কঠিন হয়ে পরত। এতে প্রায়ই ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হতো ঈদুল ফিতর।

আরও পড়ুন: ঈদের দিন উত্তেজনা চাই না, মহা আরতি বাতিল করে রাজ ঠাকরে

কখনো এক গ্রামে ঈদের বার্তা পৌঁছে দিয়ে অন্যগ্রামে যেতে না যেতেই দেখা যেত ঘোষণা না পাওয়ায় ঈদের দিনেও রোজা পালন করছেন অনেকে।

প্রযুক্তির উন্নয়নে অনেকটাই সহজ জীবনযাত্রা। রেডিও, টেলিভিশন আবিষ্কারের পর ঈদের বার্তা ছড়িয়ে পরে মুহূর্তেই। নিত্য নতুন টেলিস্কোপের আবিষ্কারে ঈদের চাঁদ এখন হাতের মুঠোয়।

আরও পড়ুন: শুধু সময় নয়, দেশভেদে ঈদ উদযাপনেও রয়েছে ভিন্নতা

আরও পড়ুন

×