ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনার প্রকোপ কাটলেই ভারতে নাগরিকত্ব আইন কার্যকর হবে: অমিত শাহ

করোনার প্রকোপ কাটলেই ভারতে নাগরিকত্ব আইন কার্যকর হবে: অমিত শাহ

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৪:০৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করছে। তারা বলছে, এটি নাকি কোনো দিন বাস্তবের মাটিতে জারি হবে না। কিন্তু আমি পরিষ্কার করে বলে দিতে চাই, করোনার প্রকোপ কেটে গেলেই ভারতে এ আইন জারি হবে। আমরা আমাদের ভাইদের নাগরিকত্ব দেবো।’

তৃণমূলের উদ্দেশে ভারতীয় স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘মমতাদি চান অনুপ্রবেশকারী থাকুক। কিন্তু শরণার্থীরা যারা এসেছেন তারা নাগরিকত্ব না পান। নাগরিকত্ব আইন বাস্তবে ছিল, আছে ও থাকবে। মমতাদি আপনি কিছুই করতে পারবেন না। তৃণমূল যতদিন মানুষের ওপর অত্যাচার বন্ধ না করবে, ততদিন বিজেপির লড়াই জারি থাকবে।’ 

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেয়ার বর্ষপূর্তিতে এদিন দলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে অমিত শাহের উদ্দেশে কার্যত কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দিল্লি দেখুন, বাংলার দিকে তাকাতে হবে না। 

পশ্চিমবঙ্গে এলে অমিত শাহ যে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) অস্ত্রে ফের শান দেবেন তা আগেই বলেছিলেন লোকসভায় কংগ্রেসের বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ, ভয় পাচ্ছে কংগ্রেস

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের আগেই তিনি দাবি করেন, অমিত শাহ বাংলা এসে ফের এনআরসি সিএএ নিয়ে কথা বলবেন। 

অধীর চৌধুরী বলেন, ‘বাংলায় এসে অমিত শাহ বলবেন আমরা নাগরিক আইন চালু করব। সেটি তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যেই তা তৈরি হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি বিজেপি যা বলে সেখান থেকে সরে না।’

একধাপ এগিয়ে কার্যত চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য না থাকলে আমার কান কেটে দেবেন।’

সম্পর্কিত

আরও পড়ুন

×