ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

১৬ মে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

১৬ মে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

ছবি সংগৃহীত

আইন ও বিচার ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১১:১৬ | আপডেট: ০৫ মে ২০২২ | ১১:৩৫

তিনি বলেন, আগামী ১৬ মে’র দিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিপরীতে আপিল করবেন বলে আশা করছি। 

ব্যাংককে চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুরে দেশে ফেরেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১০ ফেব্রুয়ারি হাজী সেলিমকে আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। 

হাইকোর্টের রায় অনুসারে, ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করবেন।

গত বছরের ৯ মার্চ হাজী সেলিমের ১৩ বছর কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ১০ বছর বহাল রেখে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষেও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারবে মানুষ: নৌ প্রতিমন্ত্রী

এরপর ২০০৮ সালের ২৭ এপ্রিল দুদক আইনের এক ধারায় ১০ বছর এবং আরেকটি ধারায় ৩ বছর, মোট ১৩ বছর কারাদণ্ড দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি তার সাজা বাতিল করেন আদালত। 

এরপর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করেন। পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন। 

এরপর গত বছরেরর ৩১ জানুয়ারি হাইকোর্টে পুনঃশুনানি শুরু হয়। ৯ মার্চ ওই রায় ঘোষণা করা হয়।

সম্পর্কিত

আরও পড়ুন

×