ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

'গাবতলীতে গত ৪০ বছরে এমন অবস্থা দেখা যায়নি'

'গাবতলীতে গত ৪০ বছরে এমন অবস্থা দেখা যায়নি'

গাবতলী বাস কাউন্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৫:০২ | আপডেট: ০২ মে ২০২২ | ১৫:৩৮

মানুষের ভিড় নেই ঈদের আগের দিন, ফাঁকা গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল। বাস কর্মীরা বলছেন, গাবতলীতে গেল ৪০ বছরে এমন অবস্থা দেখা যায়নি। তারা আরও জানায়, ঝামেলা এড়াতে ছুটির আগেই ঢাকা ছেড়েছেন অনেকে।

ঢাকা ছেড়ে সামনে এগোলেও একই চিত্র, দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঠালবাড়িসহ অন্যান্য ফেরিঘাটও যেন মানুষশূন্য। কমেছে লঞ্চ পারাপার।

বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো একই চিত্র রেলস্টেশনেও। ভিড় কম, শেষ মুহূর্তে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। 

এদিকে এবার ঈদের ছুটিতে ঢাকা থেকে অন্য জেলায় গেছে এক কোটির বেশি মানুষ। ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আগে শেষ কর্মদিবস। তাই শুক্রবার থেকে প্রিয়জনের সঙ্গে ঈদ আনান্দ উপভোগ করতে আগেই রাজাধানী ছেড়েছেন অনেকে। এবার টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুন: ‘আমি খুব ভালো চটপটি রান্না করতে পারি’ 

আরও পড়ুন

×