ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ০৪ মে ২০২২ | ০৯:৩৮

আরও পড়ুন: একসঙ্গে তিন নারীকে বিয়ে করলেন যুবক!

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ দাবিতে কয়েক মাস ধরেই তীব্র আন্দোলন করছেন বিরোধীরা। বর্তমান আর্থিক সংকটের জন্য সরকারকে দায়ী করেছে আন্দোলনকারীরা। জানা গেছে, সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে প্রস্তাবের পক্ষে কমপক্ষে ২২৫ ভোট পড়তে হবে। কিন্তু ইউনাইটেড পিপলস ফোর্সের দখলে আছে মাত্র ৫৪ ভোট। তারপরও সফল হওয়ার হওয়ার আশা করছে দলটি।

আরও পড়ুন: বাবাকে না পেয়ে দুই মেয়েকে ঘরে ঢুকে পেটাল পুলিশ, একজনের মৃত্যু

ইউনাইটেড পিপলস ফোর্সের ধারণা ছোট ছোট দলগুলো তাদের সমর্থন করবে। তাই রাজাপাকসে ভাইদের ক্ষমতা থেকে হটিয়ে দিতে সফল হবে তারা। ক্ষমতাসীন দলের রয়েছে ১৫০ আসন। এ অবস্থায় আজ বুধবার পার্লামেন্টের অধিবেশন বসছে। সেখানে সিদ্ধান্ত হবে, এ প্রস্তাবের ওপর কবে ভোট হবে। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছে ইউনাইটেড পিপলস ফোর্স।

আরও পড়ুন

×