ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

হঠাৎ কালবৈশাখী, শহরজুড়ে স্বস্তির বৃষ্টি

হঠাৎ কালবৈশাখী, শহরজুড়ে স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ০২:৫৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

রোববার (২ মে) দিবাগত শেষ রাতে রমজানের শেষ সেহরি খেতে উঠে ঢাকাবাসী দেখেন আকাশে বজ্র মেঘের আনাগোনা। রাত সাড়ে তিনটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়, মুহুর্মুহু বজ্রপাতের শব্দ কানে তালা লাগার অবস্থা। এরপরই শুরু হয় বৃষ্টি। ঝড় থেমে গেলেও ভোর ৫টা পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি ছিল।

আরও পড়ুন: ঈদ বিনোদন: প্রস্তুত হচ্ছে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো

আবহাওয়া অফিস জানায়, রাতে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, ও নীলফামারী জেলা ছাড়াও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×