ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

৫ টাকা ভাড়া না দেয়ায় রিকশাচালকের পাঁচ ঘুষিতে যাত্রীর মৃত্যু

৫ টাকা ভাড়া না দেয়ায় রিকশাচালকের পাঁচ ঘুষিতে যাত্রীর মৃত্যু

পাঁচ ঘুষিতে যাত্রীর মৃত্যু

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১১:৩৪ | আপডেট: ০৫ মে ২০২২ | ১১:৩৭

নিহতের ছোট ভাই জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকা থেকে অটোরিকশায় করে লালবাড়ি যাওয়ার সময় অটোচালক ৫ টাকার ভাড়ার বদলে ১০ টাকা দাবি করেন। পরে অটোরিকশাচালক যাত্রী আলী হোসেনকে বলেন পাঁচ টাকা না দিয়ে পাঁচ ঘুষি খেলেই আর টাকা দিতে হবে না। এ বলেই অটোরিকশাচালক তাকে পাঁচটি ঘুষি দেন। এতেই গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়। 

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া এ ঘটনায় নিহতের মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×