ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার

বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার

বাংলাদেশের পক্ষ হতে শ্রীলঙ্কাকে জরুরি ঔষধ উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৭:২৮ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৯:০২

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ হতে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক, উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প এসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপন এবং ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নে।

এসময় দেশটি বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। আর শ্রীলংকার রাষ্ট্রদূত সেনেভিরাত্নে শ্রীলঙ্কার পাশে থাকার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান। 

এসময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিজ স্বার্থে ৭০০০ কোটি রূপি খরচ করে বাংলাদেশে ২য় রেলরুট করতে চায় ভারত

আরও পড়ুন

×