ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, এসআই প্রত্যাহার

পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, এসআই প্রত্যাহার

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১২:০৯ | আপডেট: ০৪ মে ২০২২ | ১২:১৬

আরও পড়ুন: চট্টগ্রামে রাস্তায় বাস উল্টে প্রাণ গেলো দুই তরুণের

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হাসিনা নামের এক নারীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বাবুর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ কারণে ওই নারী বাবুর বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের প্রেক্ষিতে গত রোববার রাতে বাবুকে আটক করতে পুলিশ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে গ্রেপ্তারের ভয়ে বাবু বাড়ির পাশে একটি ডোবায় ঝাঁপ দেন। পরে পুলিশ চলে গেলে এলাকাবাসি খোঁজাখুঁজি করলেও বাবু নিখোঁজ ছিলেন।
 
এ ঘটনার চারদিন পর বুধবার সকালে ওই ডোবায় বাবুর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত হাসিনাসহ দু’জনকে আটক করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের মারধর করে। মিথ্যা অভিযোগে পুলিশ ধাওয়া না দিলে বাবুর মৃত্যু হতো না দাবি করে স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।

বন্দর থানার ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার অভিযানে যাওয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত

আরও পড়ুন

×