ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দেশে ফিরলেন হাজি সেলিম

দেশে ফিরলেন হাজি সেলিম

সংসদ সদস্য হাজি সেলিম

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৮:১৫ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৮:২৯

বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে ফিরেই লালবাগে তার নির্বাচনী এলাকার শাহানি বেগম নামে স্থানীয় এক বাসিন্দার জানাজায় অংশ নেন।

বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি- ৩২১ ফ্লাইটে হাজী সেলিম দেশে ফিরেছেন।

হাজী সেলিমের বিদেশে যাওয়া নিয়ে রয়েছে বিতর্ক। কেননা তিনি দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ ফেব্রুয়ারি রায় প্রকাশ করেন হাইকোর্ট।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান সাংসদ হাজী সেলিম।

আরও পড়ুন

×