ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ভক্ত-সমর্থকদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন ক্রিকেটাররা

ভক্ত-সমর্থকদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন ক্রিকেটাররা

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ১৩:০৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আরও পড়ুন: এবার দেশের বাহিরে কোথায় ঈদ করলেন জাহানারা

গ্রামের বাড়ি মাগুরায় ঈদ করতে যাওয়া সাকিব আল হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’ অফিসিয়াল ফেসবুক পেইজে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন), সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা : ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কিছু না লিখলেও, ঈদের শুভেচ্ছা সম্বলিত একটি পোস্টার পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে লেখা, ‘এই ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ ও সুখ, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরছি। চলুন নিরাপদে একে অন্যের সাথে আমরা ঈদ উদযাপন করি।’

ফেসবুকে ছেলের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভেচ্ছা দিয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।’ সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের এক মৌসুমে এক হাজারের বেশি রান করে অনন্য রেকর্ড গড়েন ওপেনার এনামুল হক বিজয়। মেয়ের সাথে ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তিনিও, ‘ঈদ মোবারক সবাইকে।’ ১৫ ম্যাচে ১১৩৮ রান করেন তিনি। দেশের ঘরোয়া ক্রিকেট লিস্ট ‘এ’তে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব নিজের ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

আজ ঈদের নামাজের ছবি দিয়ে ফেসবুকে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক, আমাদেরকে আপনার প্রার্থনায় রাখুন।’ এছাড়া বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ঈদ করেছেন ঢাকায়। ছেলে সাহেল মোর্ত্তজাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মিরপুরের পল্লবীতে। তার দিন কাটছে ছেলে-মেয়েদের সঙ্গে।

আরও পড়ুন

×