ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলোচিত তেঁতুলতলা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত

আলোচিত তেঁতুলতলা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত

তেঁতুলতলা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৫:২৪ | আপডেট: ০১ মে ২০২২ | ১৫:৪১

উত্তর ধানমন্ডি জামে মসজিদ কমিটি কলাবাগান ও উত্তর ধানমন্ডি এলাকাবাসীর পক্ষে তেঁতুলতলা মাঠে এবারের ঈদের জামাতের আয়োজন করেছে। যদিও এর আগে কখনো ঈদের জামাত আয়োজনে এলাকাবাসী কোনও ব্যানার ব্যবহার করেনি।

স্থানীরা জানায়, এর আগেও শামিয়ানা টাঙিয়ে এ মাঠে ঈদের জামাত হয়েছিল। তবে এবারের ঈদের জামাত এলাকাবাসীর জন্য বাড়তি আনন্দের। কারণ মাঠ নিয়ন্ত্রণে কয়েকদিন আগে পুলিশ তুলতে থাকে ইটের দেয়াল। এর প্রতিবাদ করেন সচেতন নাগরিক ও এলাকাবাসী।

সচেতন নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃত্বে কলাবাগানের তেঁতুলতলার মাঠ রক্ষায় গড়ে ওঠে আন্দোলন। মাঠ রক্ষায় প্রতিবাদী মা ও ছেলের হাজতবাসের মধ্য দিয়ে আন্দোলন পায় নতুন ছন্দ। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ  আপাতত মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ।  যদিও ক্রয় সূত্রে মাঠটি এখন বাংলাদেশ পুলিশের সম্পত্তি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকাল থেকে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় তেঁতুলতলা মাঠকে। শ্রমিকরা সকাল থেকে মাঠের ভেতরে ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। স্থানীয় বাসিন্দাদের তত্ত্বাবধানে মাঠকে ঈদের সাজে সাজানো হয়েছে।

তেঁতুলতলা রক্ষা আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না বলেন, এবারের ঈদ আমাদের জন্য ভিন্ন রকম। মাঠে এবার ঈদ জামাত ছাড়াও ঈদের দিন উৎসবের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার (ভিডিও)

সম্পর্কিত

আরও পড়ুন

×