ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মন্দিরের পাশে নগ্ন ছবি তোলায় রুশ দম্পতিকে বিতাড়িত

মন্দিরের পাশে নগ্ন ছবি তোলায় রুশ দম্পতিকে বিতাড়িত

মন্দিরের পাশে নগ্ন ছবি তোলায় রুশ দম্পতিকে বিতাড়িত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৮:১০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ০৯:৩৭

বালিনিজ হিন্দু সংস্কৃতিতে পুরোনো ওই বটগাছকে পুণ্যস্থানীয় বলে বিবেচনা করা হয়। দ্বীপ কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অবমাননার অপরাধে গতকাল শুক্রবার ওই দম্পতিকে দ্বীপ এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণা দেওয়া হয়েছে।

৭০০ বছরের পুরোনো ওই বটগাছে চড়ে নগ্ন অবস্থায় ছবি তোলেন রুশ নারী অ্যালিনা ফাজলিভা। তাঁর ছবি তুলে দেন স্বামী আন্দ্রেই ফাজলিভা। অ্যালিনা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ইনস্টাগ্রামে অ্যালিনার হাজারো অনুসারী থাকায় ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

আরও পড়ুন: পরোক্ষভাবে নিজেকে ‘গাধা’ বলে সম্বোধন করলেন ইমরান! (ভিডিও)

ছবিটি দেখে বালিনিজ হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। যদিও ইতিমধ্যে অ্যালিনা ফাজলিভা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইংরেজি ও বাহাসা ইন্দোনেশিয়া ভাষায় ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, "বড় ভুল হয়ে গেছে। বালিতে অনেক পুণ্যস্থান আছে। সব কটিতে সে তথ্য দেওয়া নেই। আমার ক্ষেত্রেও তেমন ঘটেছে। এসব জায়গা এবং ঐতিহ্যগুলোকে শ্রদ্ধার সঙ্গে দেখা জরুরি।"

এর আগে গত বছর বালি দ্বীপ থেকে প্রায় ২০০ মানুষকে বিতাড়িত করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ বিধিনিষেধ লঙ্ঘনের দিয়েও কেউ কেউ বিতাড়িত হয়েছেন।

আরও পড়ুন

×