ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পাঞ্জাবিতে কালি লাগিয়ে দেয়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম

পাঞ্জাবিতে কালি লাগিয়ে দেয়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম

বরগুনা জেলা

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৫:১০ | আপডেট: ০৭ মে ২০২২ | ০৫:১৩

ভুক্তভোগীরা হলেন, মোসা. হালিমা (৪৫) ও তার মেয়ে লাইজু আক্তার (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার।

আরও পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে ৯ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি

জানা যায়, মসজিদে জুমার নামাজ পড়তে গেলে হালিমার ছেলে মো. হাসানের (১১) পাঞ্জাবিতে কলমের কালি লাগিয়ে দেয় একই এলাকার আনসার মল্লিকের ছেলে শাহিন (১৩)। নামাজ শেষে হাসান বিষয়টি তার মা হালিমাকে জানালে সে ও তার মেয়ে শাহিনের বাড়িতে গিয়ে কালি লাগানোর বিষয়টি জানায়। এতে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ভুক্তভোগীরা বাড়িতে ফিরে যাওয়ার সময় শাহিনের বাবা আনসার মল্লিক ও তার স্ত্রী নুরনেহার ও বড় ছেলে শামীম (১৯) হাসানের মা হালিমা ও বোন লাইজুকে কুপিয়ে গুরুতর আহত করে।

এরপর পুলিশ এসে গুরুতর অবস্থায় হালিমা ও লাইজুকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন আর মা-মেয়েকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল পাঠানো হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত

আরও পড়ুন

×