ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শেষ হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শেষ হলো ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ০২:৫৪ | আপডেট: ০২ মে ২০২২ | ০২:৫৭

যদিও এদিন পুরস্কার নিতে উপস্থিত হতে পারেননি প্রদীপ মুখোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়।

মনোজ মিত্রের কথায়, সত্যজিৎ রায়ের দূরদর্শিতা, পারদর্শিতা অন্য স্তরে পৌঁছে গিয়েছিল। তাকে পরিচালনার মাপকাঠিতে মাপলে হয় না৷ তিনি দার্শনিক। ওরকম চিন্তাভাবনা আর কেউ করতে পারবে বলে আমার জানা নেই। রঞ্জিত মল্লিক বলেন, আজ থেকে আগামী ১০০ বছর পরেও সত্যজিৎ রায়ের ছবি নিয়ে লোকে কথা বলবে। এদিনের অনুষ্ঠানে কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতা ভাগ করে নেন সবাই ।

সোনার কেল্লা’র মুকুল অর্থাৎ কুশল চক্রবর্তী বলেন, জয়সলমীরে একবার সন্দীপ দা’র সঙ্গে একটা কাজ করতে গিয়েছিলাম। সেখানে পৌঁছনোর পর আমাকে অনেকে ফুল দিতে ছুটে এসেছিল। আমি বলেছিলাম কেন? তখন তারা বলেছিল, এই ৪৫ বছর ধরে তো শুধু আপনাকেই চিনি। আর সত্যজিৎ রায়কে চিনি। তিনিই আমাদের বেঁচে থাকার রসদ। তাদের কথায়, সত্যজিৎ রায় হলেন আমাদের ভাস্কো-দা-গামা। আমাদের আবিষ্কার করে বাঁচিয়ে রেখেছেন তিনি।

আরও পড়ুন

×