ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ সরকারি কর্মকর্তার মৃত্যু

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ সরকারি কর্মকর্তার মৃত্যু

নিখোঁজ সরকারি কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১২:৪৬ | আপডেট: ০৪ মে ২০২২ | ১২:৫৭

বুধবার (৪ মে) বিকেল সোয়া ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি রাম নারায়ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির আবুল ফজলের ছেলে। ওমর ফারুক মাসুম ৩১ তম বিসিএস এ যোগদানের পর ঢাকায় কর অঞ্চল-১৩ তে উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: পুলিশের ভয়ে ডোবায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, এসআই প্রত্যাহার

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টায় ওমর ফারুক মাসুম তার বন্ধু আবু দাওদ, মনিরুল ইসলাম, লিটন চন্দ্র সূত্র ধর, মোরশেদ ইকবাল, পায়েল মজুমদার ও আশরাফ হোসেন রতনসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নামেন। পরে তারা সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু সাঁতার কেটে ফিরলেও ওমর ফারুক দিঘীর মাঝখান থেকে আর ফিরতে পারেননি। খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও চাটখিল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দিঘীতে উদ্ধার অভিযান করে। অভিযানকালে বিকেল সোয়া ৫টার দিকে ফারুকের মরদেহ উদ্ধার করে তারা।

সম্পর্কিত

আরও পড়ুন

×