ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মাদারীপুরে বাস চাপায় অটোভ্যানের ৩ জন নিহত

মাদারীপুরে বাস চাপায় অটোভ্যানের ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১৬:৩৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বুধবার (৪ মে) রাত ৮টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলগমীর হোসেন।

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীতে মিললো মাঝির লাশ

নিহতরা হলেন, রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫)। দুর্গাবর্দ্দি গ্রামের মজিদ তপাদারের ছেলে শান্ত তপাদার (২৩) ও আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের অটোভ্যান চালক নূরনবী (৪০)।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয়দের বরাতে জানান, রাত ৮টার দিকে ঢাকাগামী যাত্রীবাহি আমান শাহ বাসটি যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক নূরনবী মারা যায়। আর অটোভ্যানের যাত্রীর মধ্যে শান্ত তপাদার ও আমির শেখকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে মারা যায়। এসময় যাত্রীবাহি বাসের আরও ৬ যাত্রী আহত হয়। তাদেরও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে বিক্ষুদ্ধরা বাসের গ্লাস ভাঙচুর করে। এখনো বাসটি খাদে পড়ে আছে। নিহত ও আহতের পরিবার থানায় অভিযোগ দিয়ে ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনা ঘটেছে বলেই ধারণা করা যাচ্ছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×