ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রসায়নে নোবেল পেলেন নাম ফাঁস হওয়া তিন বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন নাম ফাঁস হওয়া তিন বিজ্ঞানী

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ | ০৬:০০

সময়ের আগেই ফাঁস হয়ে যাওয়া তিন বিজ্ঞানীই পেলেন রসায়নশাস্ত্রের উপর  নোবেল পুরস্কার।

বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে তিন রসায়নবিদের নাম ঘোষণা করে। তবে একাডেমির অসাবধানতার কারণে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে যায়।

ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে। নোবেল বিজয়ী তিনজন হলেন, যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ।

উল্লেখ্য, চলতি বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ীদের নাম। গত সোমবার (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে, মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে ও শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

সম্পর্কিত

আরও পড়ুন

×