ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

কনসার্টের পর ইব্রাহিমি মসজিদে এবার উড়ল ইসরায়েলি পতাকা

কনসার্টের পর ইব্রাহিমি মসজিদে এবার উড়ল ইসরায়েলি পতাকা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১২:৫৬ | আপডেট: ০৫ মে ২০২২ | ১৫:০৭

৪ মে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ইসরায়েল। তার আগে মসজিদে ঢুকে মসজিদের ওপরে ও দেয়ালে ইসরায়েলি পতাকা লাগিয়ে দেয় দখলদাররা।

আরও পড়ুন: ওড়ার ৪০ মিনিট পর জানা গেল ট্রেনিং শেষ হয়নি পাইলটের, অতঃপর...

হেবরনের এনডাউমেন্টস’র প্যালেস্টাইনি প্রধান নেদাল আল-জাবার, ‘এমন কাজকে মুসলমানদের অনুভূতির প্রতি উস্কানি এবং পবিত্র স্থানের পবিত্রতা এবং সব আন্তর্জাতিক প্রথা ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন।’

তিনি বলেন, মসজিদকে ইহুদিদের উপাসনালয় বানানো এবং এটির ঐতিহাসিক পরিচয় পরিবর্তন করার অংশ হিসেবে এমন কাজ করছে ইসরায়েল।

আরও পড়ুন: মাইকের তার কাটল ইসরায়েলি বাহিনী, আল-আকসায় শোনা গেল না আজান

ইব্রাহিমি মসজিদ দখলের ইসরায়েলের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ২০১৭ সালে ইউনেস্কো ইব্রাহিমি মসজিদ এবং হেবরনের ওল্ড সিটিকে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

ইহুদিরা বিশ্বাস করে এই স্থানটি বাইবেলের পিতৃপুরুষ ইউসুফ (আ.) সমাধিস্থল। মুসলিমরা অবশ্য এই দাবিকে চ্যালেঞ্জ করে বলেছে, শেখ ইউসেফ দাউইকাত নামে একজন মুসলিম ইমামকে দুই শতাব্দী আগে ওই স্থানে সমাহিত করা হয়েছিল।

আরও পড়ুন: ২৪০০ মন্দিরের মধ্যে লাউডস্পিকার ব্যবহারে অনুমতি পেয়েছে মাত্র ২৪টি

গত মাসে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ ইহুদিদের পাসওভার ছুটি উপলক্ষে একটি কনসার্ট করার জন্য ইব্রাহিমি মসজিদটি মুসল্লিদের জন্য দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছিল।

আরও পড়ুন

×