ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

করোনাকাল কাটিয়ে কোলাকুলির ঈদ আজ

করোনাকাল কাটিয়ে কোলাকুলির ঈদ আজ

ছবি - সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৯:০২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আজ আনন্দে মাতবে ছেলে-বুড়ো-শিশু তথা আপামর মুসলিম সম্প্রদায়। সাধ ও সাধ্য অনুযায়ী ঘরে ঘরে রান্না হবে পোলাও, কোর্মা, পায়েস, পিঠা পুলি। ঈদের নামাজ শেষে চলবে শুভেচ্ছা বিনিময়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ৩০ দিন রোজা পালন শেষে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। বাংলাদেশেও ৩০ রোজা শেষে আজ মঙ্গলবার ঈদ।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। দিবসের তাৎপর্য তুলে ধরে অনেক সংবাদপত্র ও অনলাইন বিশেষ সংখ্যা বের করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

ঈদের আরেক নাম পরম আনন্দ-উৎসব, নতুন জামা-কাপড়। আর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো, খাওয়া-দাওয়া আর আড্ডা। তাই রাজধানীসহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো নামবে মানুষের ঢল। এছাড়া সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করাও ঈদের অন্যতম অর্থ।

করোনার ধকল কাটিয়ে এবার ঈদের কেনাকাটায় প্রাণ ফিরে এসেছিল। চাঁদরাত পর্যন্ত দেদারসে কেনাকাটা হয়েছে। তবে এবার পোশাকের দাম বেশি ছিল বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন সামগ্রীও বিক্রি হয়েছে। ঈদে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীতে র্যা ব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দিন দুই রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এবার করোনার জন্য দু‘বছর পর উন্মুক্ত স্থান ও মসজিদে ঈদের জামাত হবে। সে জন্য রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি প্রায় শেষ।

ঈদের প্রধান জামাত সকালে সাড়ে ৮টায়: রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে। এদিন আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া যদি প্রতিকূলে থাকে তাহলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বায়তুল মোকাররমে ৫ জামাত: অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এখানে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় : ঈদের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এছাড়াও এ জামাত উন্মুক্ত হওয়ায় সবাই অংশ নিতে পারবেন।

বুয়েটে ঈদের জামাত সকাল সোয়া ৭টায় : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো কারণে জামাতের আয়োজন সম্ভব না হলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাবির মাঠে আহলে হাদিসের প্রধান জামাত সাড়ে ৭টায় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি ইমামতি করবেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ৫ জামাত : বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বড় মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সকাল সোয়া ৭টায় কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) নামাজ অনুষ্ঠিত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের ৩ জামাত : রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন ভোর ৬টায়, সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীতে আরও যত ঈদুল ফিতরের জামাত : রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের দুটি জামাত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

এছাড়া রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে জামাত হবে সকাল সাড়ে ৭টায়। আর রাজধানীর মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরিফের উদ্যোগে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত হবে।

আরও পড়ুন

×