ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পদত্যাগ

সংসদে পর্ন দেখার অভিযোগে ব্রিটিশ এমপির পদত্যাগ

সংসদে পর্ন দেখার অভিযোগে ব্রিটিশ এমপির পদত্যাগ

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নিল প্যারিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ০৬:২৯ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ | ০৯:৫৭

রোববার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। অবশ্য পার্লামেন্টে বসে পর্ন দেখার দায়ে গত শুক্রবারই কনজারভেটিভ পার্টি অভিযুক্ত প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল।

নিল প্যারিশ ডেভন শহরের টিভারটন এন্ড হনিটন এলাকা থেকে নির্বাচিত হন ২০১০ সালে। সম্প্রতি তার বিরুদ্ধে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ জানান একাধিক নারী। এরপর ব্যাপার টা খতিয়ে দেখা শুরু করে তার দল কনজারভেটিভ পার্টি। অভিযোগের সত্যতা মিললে তাকে শুক্রবার দল থেকে বহিষ্কার করা হয়। 

আরও পড়ুন: ইরানি ড্রোনের কিছুই করতে পারল না ইসরায়েলের যুদ্ধবিমান

এরপর অভিযোগ স্বীকার করে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। জানান, প্রথমবার ভুলবশত অশ্লীল ওয়েবসাইটে চোখ চলে গেলেও পরেরবার স্বেচ্ছায় তা করেছিলেন নিল প্যারিশ। 

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা। এই ঘটনা নিয়ে তদন্ত শুরুর পর তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি’র পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া। সেটি ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে।

প্যারিশের ভাষায়, আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।

সংসদে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

আরও পড়ুন

×