ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

২০ বছরে ডলারের দাম সর্বোচ্চ

২০ বছরে ডলারের দাম সর্বোচ্চ

ছবি সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১১:৩৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মন্দার আশঙ্কার মুখে আন্তর্জাতিক বাজারে বিক্রিবাট্টা কমেছে। ফলে তরতরিয়ে নিরাপদ মুদ্রাটির দাম বেড়েছে।

চলতি সপ্তাহের শেষদিকে মুদ্রানীতি আরও কঠোর করতে পারে ফেডারেল রিজার্ভ। এ প্রত্যাশাও মার্কিন মুদ্রার দাম বাড়ার অন্যতম কারণ। 

বিশ্ববাজারে চলতি ছয় মুদ্রার বিপরীতে ডলারের সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ। 

গত বুধবার সুদের হার বাড়িয়েছে ফেড। যা ২২ বছরের মধ্যে সর্বোচ্চ। যার প্রভাব পড়েছে ডলারের দামে।   

যুক্তরাষ্ট্রের মুদ্রাটির বিপরীতে ইউরোর মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। পাশাপাশি ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দাম পড়েছে। এছাড়া জাপানি মুদ্রা ইয়েনেরও দরপতন হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ডলারের দামে এ উলম্ফন বিশ্ববাজারে পণ্যের দামে প্রভাব ফেলতে পারে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে।

সম্পর্কিত

আরও পড়ুন

×