ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ওয়ার্নার

৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ওয়ার্নার

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৮:৪৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১২:২০

আরও পড়ুন: শিশু হাসপাতালকে সহায়তা করতে ঐতিহাসিক জার্সি নিলামে তুললেন এই ক্রিকেটার

অস্ট্রেলিয়ার তৃতীয় ও সব মিলিয়ে দশম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে চারশ ছক্কার ক্লাবে নাম লেখালেন ওয়ার্নার। ১ হাজার ৫৬ ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। 

বৃহস্পতিবার (৫ মে)  দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫৮ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলেন ওয়ার্নার । শেষের আগের ওভারে ভুবনেশ্বর কুমারকে তিনটি চার মেরে পৌঁছে যান নম্বইয়ের ঘরে।এদিকে ইনিংস শেষে রভম‍্যান পাওয়েল জানান, সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেবেন কি না জানতে চেয়েছিলেন ওয়ার্নারের কাছ থেকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনারই তাকে বড় শট খেলার কথা বলেন। শেষ ওভারে সব বলই খেলেন পাওয়েল। সেখানে অবশ্য ঝড় বইয়ে দেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। 

গতিময় পেসার উমরান মালিককে ছক্কায় শুরুর পর মাঝে বাউন্ডারি মারেন টানা তিনটি। মাত্র ৩৫ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৭ রান করেন পাওয়েল। ওয়ার্নারের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটিতে ১২২ রান আসে স্রেফ ৬৬ বলে।
  

আরও পড়ুন

×