ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

গরুর মাংসের দাম নিয়ে বিতণ্ডা, ক্রেতাকে চাপাতি দিয়ে কোপাল কসাই

গরুর মাংসের দাম নিয়ে বিতণ্ডা, ক্রেতাকে চাপাতি দিয়ে কোপাল কসাই

ক্রেতাকে চাপাতি দিয়ে কোপাল কসাই

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৩:৩৩ | আপডেট: ০২ মে ২০২২ | ১৩:৫২

সোমবার (২মে) সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ  কসাই ইব্রাহিমকে (২৫) আটক করে থানায় নিয়ে যায় ।

আরও পড়ুন: টানা ছুটিতে আশানুরূপ পর্যটক পাওয়া নিয়ে শঙ্কা

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের শহররক্ষা বাঁধের পাশে ইব্রাহিমের কসাইয়ের দোকানে মাইক্রোবাস চালক ক্রেতা লিটু গরুর মাংস কিনতে যায়। এসময় গরুর গোসের কেজি ৬০০ টাকা ন্যায্য দাম হলেও বিক্রেতা ৭০০ টাকা বললে ক্রেতার সঙ্গে কসাই ইব্রাহিমের বচসা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে কসাই ইব্রাহিম ক্রেতা লিটুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পথচারীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

লিটু শহরতলীর হাড়িখালি গ্রামের শামীম হাসানের ছেলে। 

এদিকে সরকার-নির্ধারিত গরুর মাংসের প্রতি কেজি ৬০০ টাকা নির্ধারিত থাকলেও প্রতি দোকানে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত নেয়া দাম ফেরত দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চলে গেলে গরুর মাংসের প্রতি কেজি আবারও ৭০০ টাকা করে রাখা হয়। 

সম্পর্কিত

আরও পড়ুন

×