ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পতাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

পতাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৪:৫২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরে জেলার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন: বাবাকে না পেয়ে দুই মেয়েকে ঘরে ঢুকে পেটাল পুলিশ, একজনের মৃত্যু

পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১টায় এই ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, পরশুরাম জয়ন্তী ও ঈদুল ফিতর উপলক্ষে পতাকা উত্তোলন নিয়ে এই সংঘর্ষের সূচনা। এবারের ঈদুল ফিতর ও পরশুরাম জয়ন্তী একই দিনে পড়েছে। তাই দুই সম্প্রদায়ের মানুষই পতাকা উত্তোলন করতে যায়।

অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) হাওয়া সিং ঝুমারিয়া বলেন, যে এলাকায় নামাজ পড়া হয় তার কাছে ভগবান পরশুরামের পতাকা ছিল। স্থানীয় মুসলিম সম্প্রদায় ঈদ উপলক্ষে একটি পতাকা স্থাপন করায় পতাকাগুলো সরানোর বিষয়ে বিরোধ তৈরি হয়।

আরও পড়ুন: ঈদের দিন উত্তেজনা চাই না, মহা আরতি বাতিল করে রাজ ঠাকরে

তিনি আরও বলেন, এলাকাটি ঈদগাহ সংলগ্ন হওয়ায় এবং ঈদে ওই এলাকায় বিপুল সংখ্যক মানুষ নামাজ পড়ার সম্ভাবনা থাকায় পুলিশ কমিশনার হস্তক্ষেপ করেন এবং জনতা ওই জায়গার কাছে আসতে দেননি। কিন্তু ছত্রভঙ্গ করার সময় উত্তেজনা বেড়ে যায় এবং পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। বর্তমানে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যোধপুরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×