ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আমেরিকা প্রবাসীকে কুপিয়ে হত্যা

আমেরিকা প্রবাসীকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০৬:২৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

মঙ্গলবার (৩ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক ওই মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে এবং তিনি আমেরিকা প্রবাসী ছিলেন। এছাড়াও তার বগুড়ায় ব্যবসা রয়েছে। 

এসব তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক। 

জানা গেছে, আব্দুর রাজ্জাক শহরের ইয়াকুবিয়া মোড়ে পরিবার নিয়ে থাকেন। ঈদ উপলক্ষে মঙ্গলবার রাতে তিনি গ্রামের বাড়ি সদর উপজেলার বাঘোপাড়া মহিষবাথান যান। সেখানে তিনি মাসখানেক আগে মারা যাওয়া মায়ের কবর জিয়ারত করেন। তারপর  মহিষবাথান বন্দরে গ্রামের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এসময় রাজ্জাক তার ব্যবহৃত পিস্তল দিয়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। তবে রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা আবারও তার উপর হামলা করে তাকে হত্যা করেন। 

ইন্সপেক্টর জাহিদুল হক বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাক খুন হতে পারেন। আমরা শীঘ্রই হত্যার রহস্য উন্মোচন করবো। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ মর্গে রয়েছে।

আরও পড়ুন

×