ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রাখলেন পাক কিংবদন্তি

কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রাখলেন পাক কিংবদন্তি

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১১:৩৯ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১১:৫৩

আরও পড়ুন: ইরাকে প্রচণ্ড ধুলিঝড়ের কবলে রোমান-দিয়ারা

২০১৯ সালের শেষ থেকে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না ভারতের সাবেক এ অধিনায়ক। শুধু কি তাই, সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে তার অফ ফর্মও। ব্যাট হাতে চলছে রান খরা। তবে তার এই রান খরার সময়ে ঠিকই ব্যাট হাতে রানের ফোয়ারা ফুটিয়ে চলেছেন পাকিস্তানের বাবর আজম। 

কোহলি সেঞ্চুরি খরার সময়ে বাবর আজম ব্যাট হাতে তিন সংস্করণে ১১টি সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাই তো আকিব জাভেদের মতে, ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করে এসেছেন কোহলি। তাই তো এই মুহূর্তে বাবরকেই এগিয়ে রাখছেন তিনি।

৪৯ বছর বয়সী আকিব জাভেদ বলেন, ‘আমার মনে হয়, বাবর এখন এগিয়ে (কোহলির চেয়ে) আছে। সে (কোহলি) চূড়ায় ছিল। এখন সে নিচে নেমে যাচ্ছে। আর বারব এখন উপর উঠছে।’

আকিবের আলোচনা শুধু বাবর-কোহলিতে নয় সীমাবদ্ধ ছিল না। দুই দলের সেরা দুই পেসার জাসপ্রতি বুমরাহ এবং শাহিন শাহ আফ্রিদির মধ্যেও তুলনা করেছেন। স্বাভাবিকভাবেই এখানেই নিজ দেশের পক্ষেই ভোট দিয়েছেন আকিব জাভেদ।

বুমরাহকে পিছিয়ে রাখার কারণ হিসেবে আকিব জাভেদ বলেন, ‘আমি মনে করি, এখন বুমরাহের চেয়ে ভালো শাহিন। সমালোচকরা বলত যে, বুমরাহ টেস্ট, টি-টোয়েন্টিতে ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে যে, বুমরাহ থেকে সে আরও ভালো এবং বেশি সামর্থ্য রাখে।’

সেখানেই কথা হয় ভারতের উইকেট কিপার কাম ব্যাটার ঋষভ পন্ত ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ব্যাপারেও। বিশ্বকাপজয়ী সাবেক এ ক্রিকেটার বলেন, ‘আজকাল পন্তের চেয়ে রিজওয়ান ভালো। পান্ত যে একজন অত্যন্ত দক্ষ খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু রিজওয়ান যেভাবে দায়িত্ব নিয়েছেন তাতে তার পেছনে রয়েছে পন্ত। এটা প্রায়ই বলা হয় যে পন্ত একজন আক্রমনাত্মক খেলোয়াড়, কিন্তু আক্রমনাত্মকতার মানে দুইটা বড় শট মারা এবং আউট হওয়া নয় বরং ক্রিজে থাকা, লড়াই করা এবং খেলা শেষ করা।’

আরও পড়ুন

×